এক নজরে

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

By admin

August 28, 2020

কলকাতা ব্যুরো: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এক টুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি নিজেই। বেলা তিনটেয় বক্তব্য রাখবেন তিনি। তৃণমূল নেত্রী জানান, করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত। এ কারণে এবার কোনো কেন্দ্রীয় সমাবেশও হবে না। হবে ভার্চুয়াল সমাবেশ।

এদিন দলের ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের শুভেচছাও জানান মমতা। তিনি বলেন, ভবিষ্যতের নেতানেত্রীরা উঠে আসবে ছাত্র সমাজ থেকে। আমার রাজনৈতিক জীবনও শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে। দেশের ছাত্র, যুবরা প্রতিভাবান, দক্ষ এবং পরিশ্রমী। তারাই দেশের ভবিষ্যৎ।