এক নজরে

#JaynagarMajilpurMunicipality: জয়নগর পুরসভা তৃণমূলের দখলে

By admin

March 02, 2022

কলকাতা ব্যুরো: সমস্ত মিথ ভেঙে এই প্রথম জয়নগর পুরসভায় জিতলো শাসকদল। জেলার মধ্যে একমাত্র বিরোধীদের দখলে থাকা পুরসভাটি এবার আসলো তৃণমূলের দখলে। জেলার ৬টি পুরসভাতে আর কোথাও অস্তিত্ব থাকল না বিরোধীদের।

জয়নগর পুরসভার বয়স ১৫২ বছর। কিন্তু বরাবরই এই পুরসভা একটি অন্য ধারা বহন করে আসছে। সবসময়ই শাসকদলের বিরুদ্ধে থাকত পুরসভা। রাজ্যে যখন বামেদের শাসনকাল, তখন এই পুরসভা ছিল কংগ্রেসের দখলে। চেয়ারম্যান ছিলেন প্রশান্ত সরখেল। তারপর তৃণমূলের জমানাতেও পুরসভার বদল ঘটাতে পারেনি। চেয়ারম্যান হন সুজিত সরখেল। তারপর প্রশাসক বসানো হয় এই জয়নগরে। নতুন করে ভোটে এবার জয়ী হল তৃণমূল কংগ্রেস।

শাসকদলের কাছে এই পুরসভা ভোট ছিল এবার প্রেস্টিজের লড়াই। ১৪ জন বিধায়ক জয়নগরের ১৪টি ওয়ার্ডের দায়িত্ব নিয়ে রাতদিন পরিশ্রম করেছেন সেখানে। আর তার ফলেই বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস। ১৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি পেয়েছে তৃণমূল। একটিতে কংগ্রেস ও একটিতে এসইউসিআই। এই পুরসভায় শাসকদলের বিরুদ্ধে বুথ দখল ও ছাপ্পার  অভিযোগ তুলে গণনা কেন্দ্র বয়কট করেছিল বিরোধী সিপিআইএম ও কংগ্রেস।

বিগত পুরভোটে এই পুরসভা কংগ্রেস পায়। কংগ্রেসের ছিল ৫টি আসন, ২টি এসইউসিআই, একটি সিপিআইএম, একটি নির্দল। তৃণমূল কংগ্রেস পায় ৫টি ওয়ার্ড। কিন্তু, এসইউসিআই, নির্দল ও সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বোর্ড গঠন করে। এবার আর সেই সুযোগ দিতে রাজি হয়নি শাসকদল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়নগর পুরসভা দখল করল তারা।

তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, জয়নগর-মজিলপুর পুরসভার মানুষ দীর্ঘদিন ধরে পুর পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। তাই মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের হাতেই পুরসভার দায়িত্ব তুলে দিলেন।