কলকাতা ব্যুরো: কলকাতার পুরভোটের আগে আগামী পাঁচ বছরে উন্নয়নের রূপরেখা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শনিবার বেলা দুটোয় মহারাষ্ট্র নিবাস হলে এই রূপরেখা প্রকাশ করা হবে। আগামী পাঁচ বছর কলকাতাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা হিসেবেই একে দাবি করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনের প্রচারের শুরু থেকেই বলা হচ্ছে, গত এক দশকে তাদের আমলে কলকাতা পুর এলাকার কী উন্নয়ন হয়েছে, সেই খতিয়ানকে সামনে রেখেই নির্বাচনে লড়াইয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

শাসক দলের তরফে দলের প্রার্থী, নেতা- কর্মীদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে। ফলে নিছক ইস্তেহার প্রকাশ করে ভোটের লড়াইয়ে নামার প্রয়োজন নেই বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বরং যে কাজ গত দশ বছরে হয়েছে, তার উপরে ভিত্তি করেই আগামী দিনে কলকাতার উন্নয়নে আরও কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই রূপরেখা প্রকাশ করা হবে বলে দাবি করা হচ্ছে শাসক দলের সূত্রে।
তবে শাসক দল সূত্রে খবর, কলকাতার উন্নয়নে নিয়ে পরিকল্পনায় বড় চমক থাকার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই পুরভোটের ইস্তেহার প্রকাশ করে ফেলেছে বামেরা। ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি-ও। যদিও পুরভোটের জন্য সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক দিয়েছে শাসক দল।