এক নজরে

#Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের

By admin

July 07, 2022

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে কুরুচিকর এবং কুৎসিত মন্তব্য করায় এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাতে গেলো তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির শাস্তির দাবিতে রাজভবনে পৌঁছল তৃণমূলের আট সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে অ্যাছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং ৫ জন মহিলা জনপ্রতিনিধি।

বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন দিলীপ। মমতার (Mamata Banerjee) ‘বাংলার মেয়ে’ ভাবমূর্তিতে আঘাত হানতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে ফেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপের উবাচ, মমতা বাংলায় দাঁড়িয়ে নিজেকে বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা?

আর দিলীপ ঘোষের সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এধরনের ভুলভাল কথা বলা ব্যক্তিদের এবার গ্রেপ্তার করা উচিত। বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সম্পর্কে বিজেপি নেতারা এভাবে কথা বলেন! তিনি আরও লেখেন, রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো লোকেরা। তাঁদের নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই নেই। অভিষেকের সুরে দিলীপকে আক্রমণ শানান অন্য তৃণমূলে নেতারাও।

তৃণমূল সূত্রের দাবি, দলনেত্রীর বিরুদ্ধে এই অপমানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না। দিলীপের বিরুদ্ধে নালিশ জানাতে বৃহস্পতিবার দুপুরেই রাজভবনে পৌঁছয় তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল। আছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে দিলীপের শাস্তির দাবিতে সরব হবেন তাঁরা। শোনা যাচ্ছে, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবছে তৃণমূল।