এক নজরে

হত্রশে নির্যাতিতার বাড়ির মুখে তৃণমূল সাংসদের আটকে দিল পুলিশ

By admin

October 02, 2020

কলকাতা ব্যুরো:কোন ও দল বা সঙ্গী সমর্থক নিয়ে নয়, একেবারেই নিঃশব্দে দিল্লি থেকে প্রায় দু’শো কিলোমিটার রাস্তা পার করেছিলেন তারা। কিন্তু হাত্রশে নির্যাতিতা ও মৃত তরুনীর বাড়ির মাত্র দেড় কিলোমিটার দূরেই তাদের আটকে দিল পুলিশ। তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ শুক্রবার সকালে নিঃশব্দেই পৌঁছে গিয়েছিলেন মৃত বাড়ির দোর গোড়ায়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাদের আটকে দেয়।

সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল এবং প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর এদিন সকালে পৌঁছে যান ওই গ্রামের একেবারে কাছে। তাদের সঙ্গে কোনও কনভয় না থাকায় পুলিশ প্রথমে কোথাও আটকায়নি। কিন্তু গ্রামের ঢোকার শেষ নাকা তল্লাশির জায়গায় তাদের আটকে দেওয়া হয়।

দফায় দফায় চলতে থাকে অনুরোধ-উপরোধ। একপক্ষ হেঁটেই বাকি দের কিলোমিটার রাস্তা পার হওয়ার আর্জি জানান। অন্যদিকে পুলিশ অনুমতি নেই বলে, তাদের আটকে দেয়। এখনো সেখানে দুপক্ষের মধ্যে দড়ি টানাটানি চলছে।