কলকাতা ব্যুরো: বুধবার বিপুল জয়ের পর মা-মাটি-মানুষকে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১০৮ পুরসভার ফল প্রকাশের পরেই দলের সকলকে অভিনন্দন-কুর্নিশ দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি দুটি টুইট করেন।
প্রথমটিতে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘আমাদের অপ্রতিরোধ্য ভাবে জেতানোর জন্য মা-মাটি-মানুষেকে আন্তরিক কৃতজ্ঞতা। পৌরসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন।’
দ্বিতীয় টুইটে তিনি আরও লেখেন, ‘এই জয় আমাদের দায়িত্ব ও সততা আরও বাড়িয়ে তুলুক। এই জয় নম্রতা প্রদান করুক। আসুন আমরা একসঙ্গে শান্তি বজায় রেখে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করি। জয় বাংলা!’
আজ ১০৮টি পুরসভার ভোট গণনা শুরু হয়েছিল সকাল ৮টা থেকে। গণনা শুরুর পর থেকেই একের পর এক পুরসভার দখল নিচ্ছিল তৃণমূল কংগ্রেস। বেলা বাড়তেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। ১০৮ পুরসভার মধ্যে আগেই দিনহাটা বিরোধীশূন্য থাকায় দখল নিয়েছিল তৃণমূল। এদিন যে ১০৭ টি পুরসভার গণনা হয়েছে সেখানে ১০২টি-র দখল নেয় তৃণমূল। যার মধ্যে ৩১টি পুরসভা বিরোধীশূন্য। আর এই জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন।