এক নজরে

TMC Protests: ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

By admin

November 23, 2021

কলকাতা ব্যুরো: শাসকদলের বিক্ষোভের পর সেই জায়গা গঙ্গা জলে ধুয়েছিল গেরুয়া শিবির। আর মঙ্গলবার সেই গঙ্গা জল নিয়েই পাল্টা অবস্থানে বসলো শাসক শিবির। গঙ্গা জলে ধুলে বিজেপিকে ধুয়ে সাফ করার ডাক দিলেন ঘাসফুলের কর্মী-সমর্থকরা। সোমবার তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরের সামনে। আর বিক্ষোভের পরই সেই জায়গা গঙ্গা জলে ধুয়ে দিয়েছিল বিজেপির কর্মী সমর্থকরা। আর মঙ্গলবার তারই ঢিলছোড়া দূরত্বে সেন্টাল এভিনিউ রোডে ফের গঙ্গা জল ছিটিয়ে বাংলা ও ত্রিপুরা থেকে বিজেপিকে সাফ করার ডাক দিল তৃণমূল।

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে মারধর করা হচ্ছে। ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে বিজেপি। এই অভিযোগে বিজেপির মুরলীধর সেন লেনের সদর কার্যালয়ের বাইরে সোমবার অবস্থান-বিক্ষোভে সামিল হয় তৃণমূল। ত্রিপুরায় তৃণমূল যুবর সভাপতি সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেফতারও করা হয়। এছাড়া তৃণমূলের সাধারণ কর্মীদের মারধরের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল।

এদিন তৃণমূল কর্মীদের অভিযোগ, ত্রিপুরায় একটা স্বৈরাচারী সরকার চলছে। পাশাপাশি অবিলম্বে বিপ্লব দেব সরকারের পদত্যাগ করা উচিত বলে দাবি জানায় তারা। যেভাবে ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর পুলিশি নির্যাতন চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।