এক নজরে

Tripura Politics: পুরভোটের আগে আবারও উত্তপ্ত ত্রিপুরা

By admin

November 18, 2021

কলকাতা ব্যুরো: পুর নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে ত্রিপুরা সরকারকে পদক্ষেপ করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সমস্ত দলের প্রার্থীরা যাতে প্রচার করতে পারে, তাও দেখতে বলা হয়। তবে ভোট এগিয়ে আসলেও সন্ত্রাসে লাগাম টানতে পারছে না বিপ্লব দেবের সরকার।  রাজধানী আগরতলার পর এবার তেলিয়ামুড়ায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস।

জোড়াফুল শিবিরের অভিযোগ, বুধবার রাতে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে দলের কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। দলের কর্মীরাই আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহত পাঁচজন তৃণমূল সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে জানানো হয়েছে, তেলিয়ামুড়ায় অনির্বাণ সরকারকে নির্দয় ভাবে আক্রমণ করেছে বিজেপি। তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁর পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। ত্রিপুরা পুলিশ জবাব দিক, দুর্বৃত্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? মানুষ কি সত্যিই নিরাপদ? আমরা বিচার চাই !

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও এই ঘটনাকে #NewIndia বলে কটাক্ষ করেছেন। যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে, তা ত্রিপুরার ২৪ নম্বর ওয়ার্ডের ঘটনা৷ অন্যদিকে এবার আগরতলায় বিজেপি দলীয় অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে। রামনগরের বটতলায় বিজেপি অফিসে হামলা চলে বলে অভিযোগ। রামনগরের বিজেপি বিধায়ক কিছুদিন আগেই তৃণমূলের নেতা দেখলে দৌড় করাতে বলেছিলেন। তারপর বিজেপি অফিসেই চলল হামলা।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বিজেপি। ধারাবাহিকভাবে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং আসন্ন পুরভোট, সেটা আগরতলা, তেলিয়ামুরা, সোনামুরা যাই হোক, সব যায়গায় বিজেপি নিশ্চিত হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মূল চ্যালেঞ্জার।
তিনি আরও বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছেন ও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর ফলেই তারা কখনও সরকারি গাড়ি নিয়ে তৃণমূলের প্রচারের সামগ্রী সরিয়ে ফেলছেন। কখনও তাদের গুন্ডা দিয়ে আক্রমণ চালাচ্ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যথাযথ ভাবে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতকে জানাবে এবং আমরা দাবি করছি  রাজ্য প্রশাসন, পুলিস প্রশাসন তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

২৫ নভেম্বর ত্রিপুরায় ১৩টি পুরসভা ও ৬ নগর পঞ্চায়েতের নির্বাচন ৷ সেখানে বাংলার শাসক দল তৃণমূল প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ ইতিমধ্যেই ত্রিপুরা পুরভোটে ৯ দফা নির্বাচনী ইশতাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ ইশতাহারে আগরতলার মানুষের স্বাস্থ্য, পানীয় জল, নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দিনকয়েক আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে হবে ত্রিপুরা সরকারকে। পুলিশকে দেখতে হবে রাজনৈতিক দলগুলি যাতে প্রচারে বাধা না পায়। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে ত্রিপুরা সরকার এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। তারপরও ত্রিপুরায় বিরোধী দলগুলির উপর হামলা থামছে না।