কলকাতা ব্যুরো: বাদ পড়েছে বেশ কয়েকটি পুরনো নাম। বদলে নতুন নাম উঠে এসেছে তালিকায়। এমনকি অনেক হেভিওয়েট নামও বাদ পড়েছে। টিকিট না পাওয়া কর্মীদের ক্ষোভ বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। বৃহস্পতিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষস্তরের নেতাদের বৈঠকের পরই আসন্ন পুরভোটে (২২ জানুয়ারি) প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হলেও প্রার্থীদের নাম নিয়ে মুখ খোলেননি তিনি। পরে রাতে প্রার্থী তালিকা প্রকাশ হয়।
পুরনোদের মধ্যে তাবাসুম আরা (ডেপুটি মেয়র), মীর হাসিম (মেয়র পারিষদ), পূর্ণশশী রায় (মেয়র পারিষদ), গুলাম সরবর (বরো চেয়ারম্যান), সরবন সাউ, অঞ্জনা শর্মা, বিনোদ যাদব, উমা শরাফ, দিলীপ মালি, মহিলা মোর্চার জেলা নেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায়-এর মতো প্রাক্তন কাউন্সিলাররা তালিকায় জায়গা পাননি।
নতুন নাম হিসাবে তালিকায় উঠে এসেছে শিক্ষক নেতা অশোক রুদ্র, পুরবোর্ডের ভাইসচেয়ার পার্সন ডক্টর অমিতাভ বসু, বিজেপি থেকে সদ্য তৃণমূলে আসা ড. দেবাশিস সরকারের নাম। এছাড়া দিন পাঁচেক আগে যোগদান করেই টিকিট পেলেন দু জন। তাঁর মধ্যে একজন প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী ইন্দ্রানী মিশ্র ও অপরজন প্রাক্তন সিপিআই কাউন্সিলর কবিতা যাদব। তবে গতবারে টিকিট না পেলেও এবার টিকিট পেলেন কুলটি পুরসভার ২০ বছরের চেয়ারম্যান ও ১৫ বছরের বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।