এক নজরে

TMC Audio Leak: প্রার্থীপদ পাইয়ে দিতে লাখ টাকা চাইছে বিজেপি

By admin

November 14, 2021

কলকাতা ব্যুরো: টাকার বিনিময়ে ভোটের টিকিট বিলির অভিযোগে বিদ্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। AITC-এর টুইট, এক লাখের বিনিময়ে আসন বিক্রি করছে বিজেপি।’ রবিবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকেও ওই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। যেখানে দেখা যাচ্ছে, প্রীতম নামের এক বিজেপি নেতার সঙ্গে টাকার বিনিময়ে আসন রফা হচ্ছে কোনও এক ব্যক্তির।

ভিডিয়ো অনুযায়ী, ১২ জন প্রার্থীর জন্য এক লাখ টাকা ধার্য করে দিচ্ছেন ওই নেতা। যাতে ভালো আসন দেওয়া হয়, এমনও বলা হচ্ছে ফোনের ওপর প্রান্ত থেকে। শোনা যাচ্ছে, ওই নেতা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এমনকী ‘তৃণমূলের সঙ্গে সেটিং’ করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিতে দেখা গিয়েছে ওই নেতাকে। যদি ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা৩৬১.ইন

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের টুইট, বিজেপি শিবিরে জোরদার প্রার্থীর বড্ড অভাব। সেই কারণেই গণতন্ত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে প্রার্থী প্রতি মূল্য এক লাখ টাকা। যে দলকে আপামর বাংলার মানুষ নির্বাচনে বাতিল করেছে, তাদের পক্ষে এই বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। আবারও মানুষের রায়ে পরাস্ত হবে এই দল।

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়! শুনেছি ওই নেতা আগে তৃণমূল করতেন। বিজেপি কখনওই একজনের মতে চলে না। একজন কী বলল তাতে কিছু আসে যায় না। যদি বিজেপির প্রার্থীপদের জন্য টাকা নেওয়া হতো, তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় বাড়ি থাকত আমার।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে শ্রাবন্তী সহ অন্যদের দলে আনার জন্য বিজেপি প্রচুর টাকার খরচ করেছিল বলে অভিযোগ তুলেছিলেন পদ্ম শিবিরের প্রাক্তন নেতা তথাগত রায়। ওই বিষয়টি নিয়ে শনিবারই চাঁচাছোলা টুইট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইট বার্তা দিয়ে বলেন, ‘শ্রাবন্তী ইস্যুতে তথাগত রায় বলেছেন, ভোটের আগে অনেককে দলে নিতে অপরিসীম টাকা ব্যবহার করেছিল বিজেপির কিছু নেতা। অবিলম্বে ইডি এবং সিবিআই তদন্ত চাই।