কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটের প্রচার প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটপর্ব। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এই নির্বাচনের জন্য তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে আইনজীবীদের সুযোগ সুবিধা সংক্রান্ত একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বছর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ প্রার্থী হয়েছেন সর্দার আমজাদ আলি। বর্ষীয়ান এই আইনজীবী কয়েক মাস আগেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ দিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে এদিন যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে তৃণমূল প্রার্থীরা জিতে আসলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবীদের জন্য কলকাতায় থাকার ব্যবস্থা করা হবে ৷ আর্থিকভাবে দুর্বল আইনজীবীদের অর্থসাহায্য, বিমা-সহ একগুচ্ছ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে।

এর আগে ২০১৯ সালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল। নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন অশোককুমার ধানধানিয়া৷ নির্দল হিসেবে লড়াই করে জয়ী হয়েছিলেন তিনি। এছাড়া বিভিন্ন পদে বিজয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির অধিকাংশ প্রার্থী। কিন্তু গত বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের বিপুল জয়য়ের পর থেকেই ছবিটা পাল্টে যেতে শুরু করে। এবারের নির্বাচনে রাজ্যের শাসকদলের পাল্লা ভারী বলেই মনে করছেন আইনজীবীমহল।

Share.
Leave A Reply

Exit mobile version