কলকাতা ব্যুরো: হাথরাস কাণ্ড, কৃষি বিলের পর এবার দলিত ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বড় আন্দোলনে নামতে চলেছে তৃনমূল কংগ্রেস। আগামী বছরের বিধানসভার ভোটের আগে এটিকেও বড় অস্ত্র করতে চাইছে রাজ্যের শাসক দল।
গতকালই এই ইস্যুতে হাজরা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তৃনমূল মহিলা কংগ্রেস। তবে অদূর ভবিষ্যতে এনিয়ে আরো বড় আন্দোলনে নামার পরিকল্পনা করেছে ঘাস ফুল শিবির। এ রাজ্যে দলিত ভোটের পরিমান প্রায় ২৯ শতাংশ। ৮৮ টি বিধানসভা কেন্দ্রে দলিত ভোটের প্রভাব গুরুত্বপূর্ণ। ওই ৮৮ টি কেন্দ্রের প্রতিটিতেই যাবে তৃনমূল। ওই গ্রামগুলির মোড়লদের সঙ্গেও আলোচনা করবে দল। বলবে, দলিতদের জন্য তৃনমূল কি করেছে। আর বিজেপিই বা কি করেছে।
সাম্প্রতিক অতীতে হাথরাস, বলরামপুর সহ উত্তরপ্রদেশে যে কয়টি ধর্ষণের ঘটনা ঘটেছে, সেগুলি মূলত দলিত পরিবারের ওপরেই। দলিতদের ওপর মোদী সরকারের নির্যাতনের অভিযোগ প্রথম থেকেই রয়েছে বিরোধীদের। ২০২১-র ভোটের আগে সেই অস্ত্রেই শান দিতে চায় তৃনমূল কংগ্রেস।

Share.
Leave A Reply

Exit mobile version