কলকাতা ব্যুরো: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরভোটে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। সাঁইথিয়া, বজবজের পর এবার কোচবিহারের দিনহাটা পুরসভায় জয় ঘাসফুল শিবিরের। ১৬টি ওয়ার্ড বিশিষ্ট দিনহাটা পুরসভার ৭টি বুধবারই নিজেদের দখলে নিয়েছিল শাসকদল। আরও ৫টি এলো বৃহস্পতিবার।
কোচবিহারের দিনহাটায় মোট ১৬টি ওয়ার্ড। তার মধ্যে ১, ৩, ৯, ১২, ১৩, ১৫ এবং ১৬-সহ মোট সাতটি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। ৮ টি ওয়ার্ডে প্রার্থী দেয় বিজেপি। ৪টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়। বৃহস্পতিবার সকালে ওই চারটি ওয়ার্ডের স্ক্রুটিনিতে যোগ দেননি বামেরা। তার ফলে ওই চারটি ওয়ার্ড-সহ মোট পাঁচটি নিজেদের দখলে নেয় ঘাসফুল শিবির। ২, ৪, ৫, ৭, ১৪ নম্বর ওয়ার্ডও জয় পায় তৃণমূল। তার ফলে দিনহাটা পুরসভাতেও জয়ের হাসি হাসল শাসকদল।
বিজেপির অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে। যদিও সে অভিযোগ নস্যাৎ করেছে রাজ্যের শাসক শিবির। তাদের দাবি, সংগঠনের দুর্বলতার কারণে প্রার্থী দিতে পারছে না বিরোধীরা।
বুধবার বীরভূমের সাঁইথিয়া পুরসভাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল। ১৬টি ওয়ার্ড বিশিষ্ট সাঁইথিয়া পুরসভার সবকটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল তৃণমূল। ১,৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেয় সিপিএম। তবে বাকি কোনও ওয়ার্ডে আর প্রার্থী দিতে পারেনি তারা। বিজেপি এবং কংগ্রেস একটি ওয়ার্ডেও প্রার্থী দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরসভায় জয় পায় তৃণমূল।
বজবজ পুরসভাতেও ২০টির মধ্যে ১২টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। স্বাভাবিকভাবেই তাই ১, ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১২, ১৫, ১৬, ১৯, ও ২০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ পুরসভাতেও জয়ী ঘাসফুল শিবির। রাজ্যের তিনটি পুরসভায় জয়ের পরই উচ্ছ্বাসে ভাসছে তৃণমূল কর্মী-সমর্থকরা।