এক নজরে

Saugata Roy: আরও ৬ মাস বিনামূল্যে রেশন চলুক

By admin

November 07, 2021

কলকাতা ব্যুরো: বিনামূল্যে রেশন পরিষেবা এখনই বন্ধ না করতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে চিঠি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তাঁর যুক্তি, অতিমারির প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি৷ বহু মানুষের রোজগার বন্ধ৷ তাই অন্তত আরও ৬ মাস এই প্রকল্প চালু রাখা হোক ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দমদমের সাংসদ সৌগত লেখেন, ৩০ নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে বরং কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

করোনা কালে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষের জন্য বিনামূল্য, চাল, ডাল, গম দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্র ৷ ওই প্রকল্পের নাম দেওয়া হয় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’৷ ৩০ নভেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে ৷ তার আগে আরও ৬ মাস এই প্রকল্প চালু রাখতে চেয়ে প্রধানমন্ত্রী চিঠি সৌগতর ৷

তবে ৩০ নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষের ঘোষণা করলেও, উত্তরপ্রদেশের মতো রাজ্য এর আওতায় পড়বে না বলেই মনে করা হচ্ছে কারণ বিধানসলভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দোল পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন রাজ্যবাসী ৷