কলকাতা ব্যুরো: ‘কালী’ পোস্টার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) গ্রেপ্তারির দাবি উঠেছে। দলেরও সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবু দমতে নারাজ সাংসদ। টুইটারে তাঁর স্পষ্ট বার্তা, আমি কালীর উপাসক। কাউকে ভয় করি না। এই ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেছেন তিনি। তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বলিউডের অভিনেত্রী বলছেন, মহুয়ার (Mahua Moitra) প্রতিবাদী স্বর আরও মজবুত হোক।

‘কালী’ পোস্টার বিতর্ক নিয়ে মুখ খুলে হিন্দুত্ববাদীদের রোষানলে কৃষ্ণনগরের সাংসদ। তাঁকে গ্রেপ্তারির দাবিতে সরব রাজ্য বিজেপি। দায়ের হচ্ছে একের পর এক এফআইআর। এর মাঝেও লাগাতার টুইট করেছেন মহুয়া। টুইটারে তিনি লিখেছেন, বিজেপির যা ইচ্ছে করে নিতে পারে। আমি দেবী কালীর উপাসক। আমি কাউকে ভয় পাই না।

বিজেপিকে খোঁচা দিয়ে সাংসদ আরও বলেন, আপনাদের অজ্ঞতাকে ভয় পাই না। গুন্ডাদের ভয় পাই না। আর আপনাদের ট্রোলকে তো পরোয়াই করি না। সত্যের অন্য কারওর সমর্থন প্রয়োজন হয় না। তিনি আরও লেখেন, যারা কালীর উপাসক তারা ভয়ডরহীন হয়।

এদিকে তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইটারে তিনি লেখেন, দারুণ। আপনার কণ্ঠস্বর আরও মজবুত হোক।

উলটোদিকে সাংসদের মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূল। তৃণমূলের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য তাঁর সম্পূর্ণ ‘ব্যক্তিগত’। দল কোনও ভাবেই এই মন্তব্যকে সমর্থন করে না। বরং এই ধরনের মন্তব্যের কড়া নিন্দাই করে।

Share.
Leave A Reply

Exit mobile version