এক নজরে

Derek O’Brien: রুলবুক ছুড়ে ফেলার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

By admin

December 21, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হলো তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। ২৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। শীতকালীন অধিবেশেনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় সংসদের রুলবুক ছুড়ে ফেলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই অধিবেশনের বাকি দিনগুলির জন্য তৃণমূল সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

আগামী বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ, শীতকালীন অধিবেশনের শেষ দুই দিন রাজ্যসভার অধিবেশনে থাকতে পারবেন না। তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যসভায় নির্বাচনী সংস্কার বিল এবং ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদের সময় চেয়ারের দিকে রুলবুক ছুড়ে ফেলেছিলেন। সাসপেন্ড হওয়ার পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ডেরেক। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ শানিয়েছেন টুইটারে।

টুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “সংসদে কৃষি আইন পাশ করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল কেন্দ্র। মোদি সরকারের সেই পদক্ষেপের প্রতিবাদ করায় তখনও আমাকে সাসপেন্ড করা হয়েছিল। তার পর কী হয়েছিল, সেটা সকলেই জানে।” তিনি আরও লেখেন, “আজও সংসদকে উপহাসে পরিণত করেছিল বিজেপি। নির্বাচনী আইন সংশোধনী বিলকে হত্যা করেছিল বিজেপি। তার প্রতিবাদ করায় আজও আমাকে সাসপেন্ড করা হয়েছে। আশা করি দ্রুত এই বিলও প্রত্যাহার করবে কেন্দ্র।”

প্রসঙ্গত, চলতি অধিবেশনের শুরুতেই দুই তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী এবং দোলা সেন-সহ মোট ১২ সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তার পর থেকে চলতি অধিবেশনের শুরু থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।