এক নজরে

#Abhishek Banerjee : রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে বিজেপিকে কটাক্ষ অভিষেকের

By admin

July 18, 2022

কলকাতা ব্যুরো: সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকালেই গেরুয়া শিবিরের ‘রিসর্ট’ রাজনীতি নিয়ে টুইটারে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাঁর কিছুক্ষন পরই বিধানসভায় দাঁড়িয়ে তাঁর কটাক্ষ, ক’জন বিধায়ক বিজেপিতে রয়েছে, তা ওরা নিজেরাই জানে না। বিজেপিশাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায় তাঁদের তো হোটেলবন্দি করে রাখতে হচ্ছে না। নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি।

তৃণমূলের অভিযোগ, বিধায়কদের ‘ক্রস ভোটিং’ আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি। এমনকী, বিজেপি বিধায়কদের ফোন নিজের হেফাজতে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার পর বিধানসভায় দাঁড়িয়েও তোপ দাগলেন অভিষেক (Abhishek Banerjee)।

তৃণমূল সাংসদের কটাক্ষ, আজকে এত ভয়, তৃণমূল থেকে বাঁচাতে বিধায়কদের পাঁচতারা হোটেলে বন্দি করে রাখতে হয়েছে। বিজেপি, এনডিএ-শাসিত রাজ্যেও তো আমাদের বিধায়ক রয়েছে, ১০-১২ জন বিধায়ক রয়েছেন, তাঁদের তো আটকে রাখিনি কারণ তাঁরা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ রয়েছে। জনসমর্থন রয়েছে তাঁর। তাই বিজেপির এত ভয়। ইডি, সিবিআই লাগিয়েও ভয় দেখাতে পারছে না। তাই গায়ের জোরে বিধায়কদের আটকে রাখছে।
পাশাপাশি বিজেপির রিসর্ট রাজনীতি নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “বাংলায় ওঁরাই রিসর্ট পলিটিক্স এনেছে। এই রাজনীতির ভুক্তভোগী হচ্ছে ওরাই। এটা সারা দেশ দেখছে। এছাড়া এদিন বিজেপির ঘরভাঙার ইঙ্গিত দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ওদের কতজন বিধায়ক রয়েছে, নিজেরাও জানে না। কেউ বলছেন ৭০, কেউ বলছেন ৬০, কেউ বলছেন ৬৯ , কেউ বলছেন ৬৫। মানুষও ওদের সঙ্গে নেই। ওদের বিধায়করাও ওদের সঙ্গে নেই। ভোটের ফল বের হোক, দেখতে পাবেন।

তবে এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললো বিজেপি। তাদের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধানসভায় ভোট দিতে এসে নির্বাচনী বিধি ভেঙেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিজেপির তরফে নির্বাচনী এজেন্ট করা হয়েছে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে ৷ তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির ক্ষেত্রে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে সাংসদ বা বিধায়করা ভোট দিতে আসার জন্য একটি গাড়ি নিয়েই আসতে পারেন। তিনি যে গাড়িতে আসবেন, সেই গাড়িতে তাঁর চালক ও তিনি ছাড়া আর কেউ থাকবেন না। এমনকি তাঁর আপ্তসহায়কও থাকবেন না। ভোট দিতে আসার সময় একটি নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হবে। বাকি গেটগুলি বন্ধ রাখা হবে।
সুদীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিধানসভার নর্থ গেট দিয়ে প্রবেশ করেন। অথচ আজ এই গেটটি বন্ধ থাকার কথা ছিল। প্রায় ১৫টি গাড়ির একটি কনভয় সঙ্গে প্রচুর লোকজন নিয়ে ভোট দিতে আসেন অভিষেক।

সোমবার বেলা ১২টা নাগাদ বিধানসভায় প্রবেশ করেন অভিষেক (Abhishek Banerjee)। তারপরই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে সরব হয় বিজেপি। সুদীপ মুখোপাধ্যায় জানান, এই রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচনের পর্যবেক্ষক শ্রীমতি বিজয়লক্ষ্মীকে চিঠির মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে। তিনি জাতীয় নির্বাচন কমিশনে এই অভিযোগ পাঠিয়েছেন। কমিশন থেকে বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছে।