কলকাতা ব্যুরো: সম্মতি দিয়েছে মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবারই অস্ত্রোপচার হবে মদন মিত্রের। গলায় টিউমার নিয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন কামারহাটির কালারফুল বয়। তাঁর চিকিৎসায় চিকিৎসকর অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে তৈরি হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

বুধবার সকালে তাঁর নানাবিধ রক্তপরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম ও ইসিজি হয়। এর পাশাপাশি অপটিক ফাইভার ল্যারিঙ্গোস্কোপি করে মদন মিত্রর গলায় টিউমারের অবস্থা, তাঁর পেশি ইনভলভমেন্ট সব দেখা হবে। নভেম্বরের শেষে ভোকাল কর্ডে  টিউমার ধরা পড়ে মদন মিত্রর। কিন্তু, তখন পুরভোট থাকায় অস্ত্রোপচার করতে চাননি তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিধায়কের গলায় একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যার আরও বাড়তেই মঙ্গলবার রাত নটা নাগাদ এসএসকেম ভর্তি করা হয় কামারহাটির বিধায়ককে। উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হন তিনি। এই মুহূর্তে মদন মিত্রের স্বরযন্ত্রের অবস্থা কী তা খতিয়ে দেখে নেওয়া হবে। ঠিক করা হয়েছে বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মাইক্রো সার্জারি করা হবে মদন মিত্রের স্বরযন্ত্রে। আপাতত মদন মিত্রকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা ইতিমধ্যেই আশ্বস্থ করে জানিয়েছেন চিন্তা করার কিছু নেই। তাড়াতাড়িই সুস্থ হয়ে যাবেন মদন মিত্র।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে এসএসকেম উডবার্ণ ব্লকে ঢোকার সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ভোক্যাল কর্ডে দীর্ঘ দিন ধরে সমস্যা ছিল। আমি চেপে রেখেছিলাম। এখন সমস্যাটা বেড়েছে। তাই এখানে ভর্তি হলাম। কথা বললে কাকের মতো শব্দ বের হচ্ছে বলে জানান বিধায়ক।

গত বছর নারদকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতারের পরেও এসএসকেম-এ ভর্তি হন মদন মিত্র। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, মদন মিত্রের গলায় একটি ছোট্ট টিউমার রয়েছে। তবে সেটি অপারেশন করার প্রয়োজন নেই। স্পিচ থেরাপি করলেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু  অস্ত্রোপচার থেকে মিললো না মুক্তি।

Share.
Leave A Reply

Exit mobile version