কলকাতা ব্যুরো: পথ দুর্ঘটনার কবলে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার বিটি রোডের কাছে রথতলায় বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের সঙ্গে একটি লরির মুখোমুখি ধাক্কা লাগে। বাইক থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি ৷ পরে এক বেসরকারি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। তবে আপাতত সুস্থই রয়েছেন মদন মিত্র।
বর্তমানে বিটি রোডে একটি পুষ্প প্রদর্শনী চলছে। জানা গিয়েছে, এদিন ওই অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছিলেন মদন মিত্র। রাস্তায় অতিরিক্ত যানজটের জেরে অনুষ্ঠানে পৌঁছতে দেরি হচ্ছিল। তাই তৃণমূল বিধায়ক গাড়ির বদলে বাইকে চড়ে পুষ্প প্রদর্শনীতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই মতো গাড়ি থেকে নেমে বাইকে চড়েন তিনি। তবে বাইকে চড়ার পরই ঘটে বিপত্তি। কিছুটা পথ যাওয়ার পর একটি লরি বিধায়কের বাইকের মুখোমুখি চলে আসে। লরিচালককে ডানদিক দিয়ে যাওয়ার কথা বলেন বিধায়ক। তবে লরিচালক তা বুঝতে পারেননি। তিনি বাঁদিক দিয়েই যাওয়ার চেষ্টা করেন। তাতেই বাইকের সঙ্গে ধাক্কা লেগে যায় লরিটির। পড়ে যান মদন। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লরিচালককে মারধর করতে উদ্যত হয় সকলে। তবে তাতে বাধা দেন খোদ তৃণমূল বিধায়ক। মদন মিত্র জানান, মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন তিনি।
এরপর আহত অবস্থায় মদন মিত্রকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। পায়ে চোট লেগেছে বিধায়কের। আপাতত বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে দুর্ঘটনার পরেও পুষ্প প্রদর্শনীতে যান মদন মিত্র। বিধায়ক জানান, আপাতত সুস্থই রয়েছেন তিনি।