কলকাতা ব্যুরো: মৌখিক অভিযোগ বা যোগী সরকার মুন্ডুপাত শুধু নয়ে, বিরোধী রাজনৈতিক দলের মহিলা সাংসদদের হেনস্থা, দুর্ব্যবহারের অভিযোগে এবার জেলা প্রশাসনের অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মন্ডল ও প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর হাথরাসের সদর এস ডি এম প্রেম প্রকাশ মিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাদের অভিযোগ, শুক্রবার নির্যাতিতার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে তাদের চারজনের দলকে আটকে দেওয়া হয়। তারা পায়ে হেঁটে সেখানে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এমনকি তাদের সঙ্গে কদর্য ভাষায় কথা বলেন ওই অফিসার। তাদের ভিড়ের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ওই দুই নেত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version