কলকাতা ব্যুরো: ফের হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। বুধবার গভীর রাত থেকে বুকে ব্যথা অনুভব করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। রাতে চিকিৎসকের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসকের পরামর্শমতোই বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অনুব্রতকে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তাঁর। ওই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তাঁর হৃদযন্ত্রে ব্লক আছে কি না তা-ও শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি তাঁর শরীরে অন্য কোনও সমস্যা আছে কি না, তা জানতেও জরুরি সমস্ত পরীক্ষা করানো হবে।
বুধবার রাতভর বুকে যন্ত্রণা হয়েছে অনুব্রত মণ্ডলের। তাই তাঁর হার্টে ব্লকেজ রয়েছে কিনা, তা ভাবাচ্ছে চিকিৎসকদের। এছাড়াও তাঁর মধুমেহ, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়েও উদ্বিগ্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তৃণমূল নেতাকে ফের হাসপাতালে ভর্তি হবে কিনা, সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। টানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি। এদিকে, আপাতত সিবিআইয়ের কাছে ৪ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অনুব্রত।