কলকাতা ব্যুরো: বেলা বারোটা বাজার আগেই যখন তৃণমূল ৩০ বিধানসভা ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি জানিয়ে দিল ৯০% বুথেই স্বাভাবিক ভোট হয়েছে। ভোট নিয়ে অনৈতিকতার অভিযোগের বদলে বিজেপি নির্বাচন কমিশনে গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নন্দীগ্রামের প্রার্থীর টোপ দিয়ে বিজেপি কর্মীকে দলে টানার অভিযোগ তুলে।
এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন বিজেপিতে চলে যাওয়া পূর্ব মেদিনীপুরের একসময়ের ডাকাবুকো নেতা প্রলয় পালকে। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় মুহূর্তে। যদিও তার সত্যাসত্য যাচাই করা যায়নি। কিন্তু এদিন প্রথম দফার নির্বাচনের নিয়ে নানা অভিযোগ ছাপিয়ে সেটাই হয়ে গিয়েছে বড় খবর। তাই তৃণমূল যেখানে নির্বাচন স্বচ্ছ হয়নি বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে, সেখানে তখন বিজেপি স্বাভাবিক ভোট হয়েছে বলে নির্বাচন কমিশনে উল্টো অভিযোগ জানাতে যাওয়ায়, প্রথম দফার নির্বাচনের ফলের গতিপ্রকৃতি আঁচ করতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এরই মধ্যে এদিন কাঁথিতে নিজের ভোট দিতে গিয়ে নরেন্দ্র মোদির হাত শক্ত করতে বিজেপিকে ভোট দিয়েছেন বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। ফলে রাজ্য রাজনীতিতে যা নিয়ে ফের নাড়াচাড়া শুরু হয়ে গেল। যদিও এদিনের অবশ্যই সবচেয়ে বড় খবর হয়ে গেল অডিও ক্লিপ।