এক নজরে

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী

By admin

September 20, 2020

কলকাতা ব্যুরো: গোষ্ঠী সংঘর্ষ যেন আর থামছে না তৃণমূলে। কখনো শাসন তো কখনো কেশপুর। শনিবার রাতে আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বাসন্তীর শিমুলতলা এলাকা। বোমাবাজি ছাড়াও গুলি চলে বলেও অভিযোগ দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কয়েকজনকে আটক করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এলাকার দখলকে কেন্দ্র করেই ওই সংঘর্ষ।এলাকার পরিস্থিতি এখনো থমথমে। এলাকায় পুলিশ পিকেট বসেছে। প্রসঙ্গত দিন কয়েক আগেও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিলো বাসন্তী।