কলকাতা ব্যুরো: বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূলের নেতা-মন্ত্রীরা ঘুরিয়ে-ফিরিয়ে এখন থেকে কথা বলবেন প্রতিদিন সংবাদ মাধ্যমের সঙ্গে। বিজেপিকে কাউন্টার করতে রাজনৈতিক বক্তব্যের সঙ্গেই মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সরকারের উন্নয়নমূলক কাজের প্রতিদিন খতিয়ান দেবেন মন্ত্রীরা। রীতিমতো হাতে নথিপত্র নিয়ে তারা সংবাদমাধ্যমের সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিন শশী পাঁজা তার বৈঠকে ফেক নিউজ এর অভিযোগ নিয়ে সরব হন। তার বক্তব্য, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে চক্রান্ত করে ফেক নিউজ তৈরি করে বাস্তবের ভিন্ন ছবি দেখানোর চেষ্টা হচ্ছে। এ রাজ্যে নারীদের নিরাপত্তায় যথেষ্ট ভাল পদক্ষেপ করা হয়েছে বলে বিভাগীয় মন্ত্রীর দাবি। শুধু কন্যাশ্রী প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এতে উপকৃত হয়েছেন রাজ্যের ৬৭ লক্ষ মানুষ।

এ রাজ্যে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য সাথী প্রকল্প, মহিলা থানা, মাদার এন্ড চাইল্ড হাব, রূপশ্রী প্রকল্পে বহু মহিলাকে সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি বিভাগীয় মন্ত্রীর।

Share.
Leave A Reply

Exit mobile version