এক নজরে

WB Civic Polls: দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডে দেদার ছাপ্পা

By admin

February 27, 2022

কলকাতা ব্যুরো: দ্বিতীয় তথা শেষ দফার ভোট শুরু হতেই অশান্তি জেলায় জেলায়। রবিবার ভোট শুরুর পরপরই ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুরের পাশাপাশি বিরোধী প্রার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অশান্তি এবন্দ দেদার ছাপ্পা ভোটের খবর এসেছে দমদম থেকেও। সেখানে একদিকে যেমন সিপিএম প্রার্থী আক্রান্ত হয়েছেন ঠিক তেমনই দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছে।

এদিন দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোটের ছবি সামনে এসেছে। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে শাসক দলের বুথ কর্মীরা অবাধে ছাপ্পা দিয়ে চলেছেন। মারধর করা হয়েছে সাংবাদিকদেরও। উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের তান্ডবের ছবি তুলতে গেলে বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক ও চিত্রসাংবাদিককে বেধড়ক মারধর করা হয়।

পাশাপাশি উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে বুথে বাম এজেন্টকে বসতে না দেওয়ার খবর পেয়ে সিপিএম প্রার্থী শিব শঙ্কর ঘোষ ভোট কেন্দ্রে পৌছলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি প্রার্থী ও সমর্থকদের রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এছাড়া ভোটারদের অভিযোগ শাসক দলের কর্মীরা তাঁদের ভোট দিতে দিচ্ছে না। অশান্তির খবর আসে দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল গার্লস হাইস্কুল থেকেও।