এক নজরে

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এবার উত্তপ্ত কেশপুর

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো:(প্রতীকী ছবি) বৃহস্পতিবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কেশপুর। চলে ভাঙচুর, বোমাবাজি। বোমার আঘাতে ১৪ বছরের এক কিশোর সহ মোট দুই জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আরো তিন জন গুরুতর জখম হয়েছেন। তাদেরকে মেদিনীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় উত্তপ্ত কেশপুরের দামোদর চক এলাকা।তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই ওই পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। সম্প্রতি বাসন্তী, শাসনের মতো আরো একাধিক জায়গা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল।