এক নজরে

KMC Election: ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা ও তৃণমূল কংগ্রেসের ১৩১ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায় শিশু ভারতী স্কুলে ভোট দিলেন। এদিন ভোট দিয়ে বেরিয়ে ভিকট্রি সাইন দেখান তিনি। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী রত্না। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমার ৪ বছর ধরে ইচ্ছে ছিল এই ওয়ার্ডের কাউন্সিলর হব। আমি দীর্ঘ ৪ বছর ধরে এই ওয়ার্ডকে সামলেছি। এখানকার কাউন্সিলর চলে যাওয়ার পর অভিভাবকহীন হয়ে পড়েছিল। তখন মানুষের চাহিদাতেই আমি রাস্তায় নেমেছিলাম।

পাশাপাশি তিনি আরও জানান, ৪ বছর এই ওয়ার্ডের সঙ্গে এতটাই জড়িয়ে গিয়েছি যে কখনোই মনে হয়নি যে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর নই। ওয়ার্ডের সমস্ত মানুষ সুবিধা অসুবিধায় আমার কাছে আসতেন। এলাকার রাস্তা, ঘাট, জল, ড্রেন সব কাজই আমি দেখতাম। তাই নিজেকে সবসময়ই কাউন্সিলর বলেই মনে হত।