কলকাতা ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যাযের শাসনে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। এটাই সামগ্রিকভাবে রাজ্যে বিরোধী দলগুলি মনে করে। গণতন্ত্র বাঁচানোর দাবিতে আজ পথে নামতে চলেছে বিজেপি। কলকাতা সহ জেলায় জেলায় গণতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিজেপি।

তবে হাত গুটিয়ে বসে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী পদক্ষেপ ও রাজ্যগুলির প্রতি বঞ্চনার ইস্যুগুলিকে নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেসও। জানা গিয়েছে, দলের তরফে পরপর তিনদিন ওই ইস্যুতে জেলায় জেলায় ব্লক স্তরে প্রচার চালানো হবে।

Share.
Leave A Reply

Exit mobile version