এক নজরে

জগদ্দলে কুপিয়ে খুন, ফের রাজনৈতিক তরজা

By admin

November 19, 2020

কলকাতা ব্যুরো: উত্তর ২৪ পরগনার জগদ্দলে এক যুবককে কুপিয়ে খুন করা হয়। আকাশ প্রসাদ নামে ওই যুবক জগদ্দল পাল ঘাট এলাকায় বাসিন্দা। ওই যুবক তাদের দলের সমর্থক বলে দাবি তৃণমূলের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও বিজেপি ওই যুবককে মাদক পাচারকারী বলে পাল্টা অভিযোগ করেছে। বিজেপির দাবি, এলাকার মানুষ ক্ষোভে তাকে পিটিয়ে মেরেছে।মৃতের পরিবার এই ঘটনায় স্থানীয় দুজনের নাম করেছে। মৃতের বাবার বক্তব্য, বুধবার রাত নটা নাগাদ এক যুবক এসে বাড়ি থেকে আকাশকে ডেকে নিয়ে যায়। তারা সকলেই পরিচিত তৃণমূল সমর্থক। এর কিছুক্ষণ পরেই খবর আসে তাকে খুন করা হয়েছে।বেশি রাতে পাল ঘাট এলাকায় আকাশকে ঘিরে ধরে কোপাতে শুরু করে কয়েকজন। জখম হয়ে পড়ে গেলেও মৃত্যু নিশ্চিত করতে এরপর বোমা ছোড়া হয়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ আসার আগেই অবশ্য দুষ্কৃতীরা পালিয়ে যায়।বিজেপির স্থানীয় সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, ওই যুবক এলাকায় মাদক পাচার চক্রের যুক্ত ছিল। এলাকার মানুষ বহু দিন ধরে ক্ষোভে ফুঁসছে তার আচরণে। স্থানীয় বাসিন্দারাই তাকে মেরেছে। বিজেপি সাংসদ জনরোষের শিকার হয়েছে বলে দাবি করলেও, পাল্টা মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তার বক্তব্য, কেউ কিছু করলে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কি বিজেপি সাংসদ এর?এই ঘটনায় ফের জগদ্দল ভাটপাড়া এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।