এক নজরে

#SuvenduAdhikari: থানায় ঢুকে পুলিশকে হুমকি

By admin

April 06, 2022

কলকাতা ব্যুরো: আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর তার আগেই বিপাকে জড়ালেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়কের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই মর্মে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা হোক, দাবি ঘাসফুল শিবিরের।  

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। গত ২৮ মার্চ বালিগঞ্জ বিধানসভা এলাকায় প্রচার করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীর মিছিলে হামলা চালানো হয়। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পুলিশকে বদলি এবং ক্লোজ করার হুমকিও দেন বলে অভিযোগ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।

বুধবার মুখ্য নির্বাচন আধিকারিক ডঃ এ আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। চিঠির মাধ্যমে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে দাবি করা হয়, ভারতীয় দণ্ডবিধির ১২৮বি, ১৮৬, ১৭১এফ ও ৫০৬ ধারায় অভিযুক্ত হয়েছেন বিজেপি বিধায়ক এবং মিছিলকারীরা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে শুভেন্দু ১২৩ (২) ধারা লঙ্ঘন করেছেন বলেও দাবি করা হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবি ঘাসফুল শিবিরের।