কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীর ৭ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর সভার আগেই নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন শুভেন্দু অধিকারী। সে কারণে আগামী রবিবার তিনি প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এদিন ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে দুই মেদিনীপুরে সভা এবং মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী।

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও দলবদল বা রাজনৈতিক অবস্থানের বিষয়টি ঝুলিয়ে রাখেন তিনি। অরাজনৈতিক এই মঞ্চে রাজনৈতিক কথা বলব না বা যা বলার বলবে জনতা, এমন কিছু পাশ কাটানো মন্তব্য করে তিনি এড়িয়ে যান জবাব। এদিকে বুধবার শুভেন্দু হোয়াটসঅ্যাপ এসএমএস করে সৌগত রায়কে দলের সঙ্গে সংযোগ রাখার সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পর, রাতেই তার পাল্টা জবাব দেয় তৃণমূল। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সৌগত রায় পাল্টা জবাব দিয়েছেন। কিন্তু দল কি বলেছে শুভেন্দুকে, সে ব্যাপারে অবশ্য এখনো পর্যন্ত কোনো পক্ষই তা স্পষ্ট করেনি।

শুভেন্দু সম্পর্কে মোহ ঝেড়ে ফেলতে চাইছে বলে তৃণমূলের একাংশ থেকে ছরিয়ে দেওয়া হলেও, বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে, সে ব্যাপারে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। সৌগত রায়রা কিন্তু তার সঙ্গে সরাসরি সব কথা বলার রাস্তা বন্ধ করে দিয়েছেন এমনটা হওয়ার কথা নয়। কেননা আগামী বিধানসভা ভোটের আগে বর্তমানে যেভাবে বিজেপির চাপ বাড়ছে তাতে শুভেন্দুকে একেবারে সামান্য কথায় ছেড়ে দিলে তা যে দলের পক্ষে ভালো হবে না, সেটা স্পষ্ট তৃণমূলের শুভাকাঙ্খীদের কাছেও। তাই তৃণমূল কথা চালিয়ে যাবার পক্ষেই থাকবে বলে মনে করছেন ঘনিষ্ঠরাও।

Share.
Leave A Reply

Exit mobile version