কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশের বারাণসী থেকে অখিলেশ যাদবের সমর্থনে নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে কেন বারবার বিভ্রাটের ঘটনা ঘটছে, সেই প্রশ্ন তুলে এদিন এয়ারপোর্ট অথরিটির সামনে বিক্ষোভ চলে। তাঁদের দাবি, বারবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানেই এই ধরণের বিভ্রাট হচ্ছে তা তদন্ত করে দেখতে হবে।
মঙ্গলবার দমদম বিমানবন্দরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন। বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ সৌগত রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিমানে যা হয়েছে তাতে পাইলট বা এটিসি কারও একটা গাফিলতি হয়েছে। কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তার আমরা তদন্ত চাই।
বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়। এয়ার টার্বুল্যান্সে পড়ে একধাক্কায় কয়েক হাজার ফুট নিচে নেমে আসে বিমান। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরিষ্কার আকাশ, তাও হঠাৎ মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাটে আতঙ্ক ছড়ায়। যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই ঘটনায় আবহাওয়ার কারণ দেখিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়ার গোলযোগ নয়, তাঁর বিমানের সামনে চলে এসেছিল অন্য একটি বিমান। সংঘর্ষ এড়াতে আচমকা নামাতে হয় বিমানটিকে। প্রায় ৮ হাজার ফুট নামাতে হয় বিমানটিকে। অতি দক্ষতার সঙ্গে পাইলট তা করতে পারায়, বেঁচে যায় বিমানটি। এই ঘটনার প্রতিবাদেই আজ বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট হয়। বারবার তাঁর বিমান বিভ্রাটের ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।