কলকাতা ব্যুরো: মনীশ শুক্লা টিটাগড়খুনে ব্যারাকপুরে সকাল থেকে চলছে ১২ ঘন্টার বনধ। বিজেপি র ডাকা ওই বনধকে কেন্দ্র করে থমথমে ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় সকালে সরকারি বাস এবং অটো চললেও রাস্তায় মানুষের সংখ্যা হাতেগোনা।
টিটাগড় এ বন্ধ দোকানপাট। সম্পূর্ণ থমথমে পরিবেশ। রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। রাস্তায় রয়েছে রাফ এবং কমবাট ফোর্স। এলাকায় টহল দিচ্ছে তারা। আজই নিহত মনীশ শুক্লার বাড়ি যাবেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং।
সকাল থেকেই ব্যারাকপুর, টিটাগড় সহ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকরা।