কলকাতা ব্যুরো: কয়েকদিন ধরে একটি বাঘের ভিডিও চতুর্দিকে ছড়িয়ে পরেছে। একটি বাঘকে দেখা যাচ্ছে নদীর চরে প্রথমে আরাম করে বসে থাকতে। তারপরে সে উঠে পায়চারি করছে। আবার ঘনঘন ডেকে উঠছে। কোথাও খুব একটা বিচলিত ভাব। কোথাও একটুবা এ্যাবনরমাল ভাবও চোখে পরেছে অভিজ্ঞদের।বাঘটি সুন্দরবনের কোন একটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয় এর কাছাকাছি চলে এসেছিল। বনদপ্তরের কর্মীরা যেটুকু খোঁজ পেয়েছেন, তাতে উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জ ব্লকের শামসেরনগর এলাকায় দিন কয়েক আগে বাঘটিকে গ্রামবাসীরা দেখেছেন বলে জানা যাচ্ছে। আর গ্রামবাসীদের হাতের মুঠোফোনে সেই বাঘের প্রায় আড়াই মিনিটের ছবি ধরা পরেছে।
এর আগেও হিঙ্গলগঞ্জ এলাকায় একটি বাঘকে নদীর পাড় দিয়ে হালুম হালুম চিৎকার করতে করতে হেঁটে যাওয়ার ভিডিও ধরা পড়েছিল মোবাইলে। বাঘটির সেই আচরণ নিয়ে বিশেষজ্ঞরা মতামত দিয়েছিলেন। এবারেও বাঘটির ভিডিও ফুটেজ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি পূর্ণবয়স্ক মেয়ে বাঘ। এখন বাঘেদের মিলনের সময়। এই ডাক মিলনের আহ্বান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্য প্রধান বনপাল নবীনচন্দ্র বহুগুণার মতে, এখন মিলনের সময় বলেই বাঘটির মধ্যে কোথাও একটি বিচলিত ভাব রয়েছে। ওর ডাক শুনে মনে হচ্ছে, কোন পুরুষ বাঘ কে খুঁজছে। কিন্তু তার মধ্যেও কোথাও একটু ‘অ্যাবনরমালিটি’ ভিডিও দেখেই লক্ষ্য করেছেন একসময় রাজ্যের এই বনকর্তা।সুন্দরবনের জঙ্গল থেকে মাঝে মাঝেই বাঘ বেরিয়ে আসার ইতিহাস রয়েছে। মূলত নভেম্বর-ডিসেম্বরে শীতের শুরুতেই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসার ঘটনা বেশি দেখা যায়। একদিকে দক্ষিণ ২৪ পরগনায় গোসাবার বিভিন্ন গ্রাম, যেগুলি কোর এরিয়ার গায়ে আর পাশাপাশি কুলতলির কয়েকটি গ্রামে এর আগেও এমন ভাবে বাঘের ঢুকে পড়া লক্ষ্য করা গিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ সময়ই ভুল করে নদী পেরিয়ে অন্য দ্বীপে যেতে গিয়ে লোকালয়ে চলে আসে। আবার এমন মিলনের সময় একে অপরকে খুঁজতে গিয়ে জঙ্গল থেকে বাঘ বা বাঘিনীর বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এই বাঘটির ক্ষেত্রে এলাকায় কারো কোন ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। কিছুক্ষণ নদীর চরে জঙ্গলের ধারে ঘোরাফেরা করে সে ডাকতে ডাকতেই আবার জঙ্গলে ফিরে যায়।