এক নজরে

কলকাতাসহ আট জেলাকে সতর্কতা

By admin

September 02, 2020

কলকাতা ব্যুরো: ভরা কোটাল আবারো বড় বিপর্যয়ের আশঙ্কা কলকাতাসহ দক্ষিণবঙ্গের আট জেলায়। মঙ্গলবার রাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে আট জেলাকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি হয়েছে।বিপর্যয় মোকাবিলা দপ্তর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৬ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত সমুদ্র এবং নদীতে প্রবল জলোস্ফিতি হতে পারে। সেক্ষেত্রে জলের উচ্চতা ৫.৮ মিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।এই অবস্থায় এখনই নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নদী এবং সমুদ্রে জলোস্ফিতির উপরে নজর রাখার নির্দেশ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।এদিন কলকাতা পুরসভা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলার জেলাশাসক এই মর্মে সতর্ক করা হয়েছে।

ফলে মাঝের একটা সপ্তাহ কিছুটা নির্বিঘ্নে কাটানোর পর ফের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর আগেও ব্যাপক সমস্যায় পড়েছিল দক্ষিণবঙ্গের দুই পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বাঁধে ফাঁটল, বাঁধ ভেঙে যাওয়া নদী এবং সমুদ্র ভাঙন রীতিমতো আতঙ্কিত হয়েছিলেন এই সব এলাকার কয়েক লক্ষ বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা দপ্তর বিজ্ঞপ্তির পর ফের কপালে ভাঁজ ওই সমস্ত নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।গঙ্গার জল বেড়ে গেলে এই অবস্থায় নদী তীরবর্তী এলাকায় গুলিতে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে। সেই আশঙ্কায় কলকাতা পুরসভা কে পাম্প প্রস্তুত রাখতে বলা হয়েছে। কেননা নদীর তীরবর্তী এলাকায় নিচু অংশে গঙ্গার জল ঢুকলে শহরের একটা অংশ জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।