কলকাতা ব্যুরো: জম্মু কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করতে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির প্রচন্ড লড়াই চলে । সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
শনিবার গভীর রাতে উত্তর কাশ্মীরের কুপোয়া জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিরা ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছিল। তখনই তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ান রা। সেনা মুখপাত্র জানিয়েছেন রাত একটা নাগাদ বিএসএফের টহলদারি দল নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকজন র সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। অনুপ্রবেশের নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বসানো বেড়া টপকে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিতেই গুলির লড়াই শুরু হয়। এই গুলি লড়াইয়ে এক বিএসএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। ভোর চারটে নাগাদ গুলিবিনিময় হয়। ওই এলাকায় আরও বেশি করে টহলদারি বাড়ানো হয়েছে। পরবর্তীকালে অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে আর একবার। তাতে এক সেনা অফিসার ও ২ জন জোয়ান প্রাণ হারান। দুই জঙ্গি ও গুলিতে মারা গেছেন।