এক নজরে

দুর্ঘটনায় মৃত তিন পুলিশকর্মী

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো: ডাবগ্রাম থেকে কলকাতা ফেরার পথে দাদপুরের কাছে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন পুলিশকর্মী। ভোর সাড়ে ছটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের স্কর্পিও গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। তাদেরকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া বলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনায় ডাবগ্রামের ১২ নম্বর বাটেলিয়ানোর সিও দেবশ্রী চ্যাটার্জি, তার নিরাপত্তা রক্ষী তাপস বর্মন এবং গাড়ির চালক মনোজ সাহা প্রাণ হারান। গাড়িটির গতি খুব বেশি ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দেবশ্রী চ্যাটার্জি কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি।২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুলিশ থেকে বেশ কিছু অফিসারকে রাজ্য পুলিশে পাঠানো হয়। দেবশ্রী চ্যাটার্জি তাদের অন্যতম।