এক নজরে

#PanihatiFair: পানিহাটির দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রচণ্ড গরমে মৃত ৩

By admin

June 12, 2022

কলকাতা ব্যুরো: পানিহাটির দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সকালে মেলায় এসে প্রচণ্ড গরমে মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে দুজন মহিলা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২। দুর্ঘটনার পর মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য মেলাও বন্ধ করে দেয় প্রশাসন। এই ঘটনায় শোকপ্রাকশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় ৩ জনের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন। সমস্তরকম সাহায্য করছেন তাঁরা। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

পানিহাটিতে গঙ্গা তীরবর্তী মহোৎসব তলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হচ্ছে। করোনার জন্য গত ২ বছর ধরে বন্ধ ছিল এই উৎসব। স্বাভাবিকভাবেই এবছরের অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল অনেক বেশি। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ মেলায় আসছিলেন। বেলা বাড়তেই গরম বেড়েছিল মারাত্মক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় বাড়তে থাকায় মেলার মধ্যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। গরম আর ভিড়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা গিয়েছে। সুভাষ পাল (৬৬) এবং শুক্লা পাল (৬২)। তারা মেলা প্রাঙ্গনের পাশে ফ্ল্যাটে থাকতেন। গুরুতর অসুস্থ আরও ২ জন। তাঁরা খড়দহের বলরাম হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। মেলার প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্পে তাঁদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশকর্মীরা। ঘটনাস্থলে আসেন সিপিও। দ্রুত মেলা প্রাঙ্গন খালি করে দেওয়ার চেষ্টা চলে। মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে খবরটি প্রকাশিত হওয়ার পর্যন্ত মেলাস্থলে কাতারে কাতারে পুণ্যার্থীরা প্রবেশ করছেন। মেলা বন্ধ করা হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নির্মল ঘোষও। তিনি জানিয়েছেন, প্রচণ্ড গরমে ১৫ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন।