এক নজরে

#RampurhatMassacre: ভাদু শেখ খুনে ধৃত তিন জনের পুলিস হেফাজত

By admin

March 30, 2022

কলকাতা ব্যুরো: তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় ধৃত তিনজনকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। রামপুরহাট মহকুমা আদালত ঘটনার তদন্তের স্বার্থে পুলিসের আবেদনে সাড়া দিয়ে শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে তিন অভিযুক্তকেই ১০ দিনের পুলিস হেফজতের নির্দেশ দিয়েছে। এদিন শুনানি শেষে ধৃত ৩ জনকেই রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয় ৷

২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। আগেই হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার হয়। তারপর মঙ্গলবার গভীর রাতে তিনজনকে গ্রেফতার করে পুলিস। খুনের পর থেকে ধৃত তিন জন ফেরার ছিল।

এদিকে বুধবার সকাল থেকে সিবিআই আধিকারিকরা বগটুই গ্রামের একাধিক গ্রামে তল্লাশি অভিযান চালায়৷ ঘটনার পর থেকে ঘর ছাড়া অভিযুক্তদের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা ৷ ধৃত আনারুল হোসেন সহ ৯ জনকে সিবিআইয়ের অস্থায়ী দফতরে নিয়ে আসা হয়। দুপুর ২টো নাগাদ সকলকে প্রিজন ভ্যানে করে রামপুরহাট শহরের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অথিতিশালা পান্থশ্রীতে নিয়ে আসা হয়। এই পান্থশ্রীতেই আপাতত (সিবিআইয়ের অস্থায়ী শিবির) তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।