এক নজরে

Subrata Mukherjee: শারীরিক অবস্থার উন্নতি সুব্রত মুখোপাধ্যায়ের

By admin

October 26, 2021

কলকাতা ব্যুরো: এখনও সংকটজনক সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের বর্ষীয়ান মন্ত্রীকে এখনও অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে। মঙ্গলবার সকালেই সাত সদস্যের মেডিকেল বোর্ড তাঁকে পরীক্ষা করেছেন। তাঁর শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনও সংকটমুক্ত বলা যাচ্ছে না, এমনই জানানো হয়েছে হাসপাতালের তরফে।

এদিন সকালে তাঁর এক দীর্ঘদিনের বন্ধু তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে আসেন। তিনি জানিয়েছেন, আপাতত আগের থেকে কিছুটা ভাল আছেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। বাইপ্যাপ সাপোর্ট আপাতত প্রয়োজন হচ্ছে না। তবে অক্সিজেন সাপোর্ট এখনও লাগছে । তাঁর বয়স এবং সুগার, শ্বাসকষ্ট-সহ একাধিক কোমর্বিডিটিই চিন্তায় রেখেছে চিকিৎসকদের। তাই তাঁর স্বাস্থ্যের বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না ডাক্তাররা।

অন্যদিকে, যেহেতু হার্ট ফেলিওর হয়েছিল, তাই প্রাথমিক ভাবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তবেই পরবর্তী চিকিৎসা শুরু হবে। সেক্ষেত্রে খতিয়ে দেখা হবে তার হার্ট ব্লকেজ আছে কি না অথবা কোনও স্টেন্ট বসানোর প্রয়োজন আছে কি না।

হাসপাতালে তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের লোকেরা তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলতে না পারলেও ইশারায় সুব্রত মুখোপাধ্যায় জবাব দিয়েছেন ৷ সকালে তাঁকে পেঁপে এবং ওটস খেতে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকালেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি থাকাকালীন প্রবল শ্বাসকষ্ট শুরু হয় পঞ্চায়েতমন্ত্রীর । পরে জানা যায় তাঁর হার্ট ব্লকেজ হয়েছিল। তড়িঘড়ি তাঁকে কার্ডিয়লজি আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। সোমবার সকাল থেকেই বাইপ্যাপ সাপোর্টে ছিলেন মন্ত্রী। তাঁর জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর মধ্যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড, চেস্ট ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড এবং মেডিসিন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড ছিলেন। তাঁরা দফায় দফায় তাঁর পরীক্ষা করছেন। আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি বিপন্মুক্ত এখনই বলছেন না চিকিৎসকরা।