২১ এর ধর্মযুদ্ধ

রঙ উৎসবের মাঝেও এবার ভোটের প্রচার

By admin

March 30, 2021

কলকাতা ব্যুরো: বাংলায় ইতিমধ্যেই প্রথম দফার ভোট সম্পূর্ণ। নানান রাজনৈতিক মতবিরোধ, কাদা ছোঁড়াছুঁড়ি, একে-অপরকে হুংকার, মার-দাঙ্গা এই সবের মধ্যে দিয়েই কেটে গিয়েছে ২৭ মার্চ ২০২১ তারিখটা। কিন্তু পরের দিন আবার দোল। তাই এতো কিছু সত্বেও, বাঙালী সব ভুলে গিয়ে মেতে উঠেছে বসন্ত উতসব উজ্জাপনে। তবে রাজনীতি যেন এখানেও নিজের অধিকার ফলিয়ে বসে রয়েছে।রঙ খেলার মধ্যে দিয়েই ক্রমাগত ভোটের প্রচার করে চলেছেন সবুজ ও গেরুয়া শিবির। তবে গেরুয়া শিবিরে তো আবার কোথাও কোথাও দোলের বদলে হোলিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই তো হোলির দিন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড-শো করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রচারের সাথে সাথে আবীরও খেলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায়। আর এই দুই হেভিওয়েট ব্যক্তিত্বকে দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন অজস্র সাধারণ মানুষ।

তবে দোলের দিন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্নভাবে দিনটিকে উজ্জাপন করেছেন, অবশ্যই ভোটের কথা মাথায় রেখে। প্রচারের ফাঁকে রং বিনিময় তো অবশ্যই থাকবে। তাইতো কেউ পরিবারের সঙ্গে দোল খেলে সকাল কাটালেন। কেউ শামিল বসন্ত উৎসবে, কাউকে দেখা গেল ছোটদের সঙ্গে রং খেলার আসরে। প্রভাত ফেরিতে কেউ খোল বাজিয়ে নজর টানার চেষ্টা করলেন, আবার কেউ পা মেলালেন নৃত্য উৎসবে। ২০২১ ভোটের ভরকেন্দ্র নন্দীগ্রামের প্রার্থী এবার মুখ্যমন্ত্রী নিজেই। তাই চণ্ডীপুরে সভা সেরে দোলের দিন সন্ধ্যায় নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে কীর্তন শিল্পী এবং তৃণূমূলেরই আর এক প্রার্থী অদিতি মুন্সি। অন্যদিকে অপনেন্ট অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী দোল খেলার সাথে সাথে প্রচারে ছিলেন সাগর ও পাথরপ্রতিমায়। বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা প্রচারে দাবি জানিয়েছেন যে এই আবীর খেলে ২রা মে ভোটের ফলাফল বেরোলে আবার হবে।ওদিকে পশ্চিম মেদিনীপরের বিজেপি প্রার্থী আবার সেকালের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী। তাই সেখানে তাঁর প্রচারকে নিয়ে মেতে উঠেছে জনতা। উড়েছে আবীরও। এদিকে কলকাতায় রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন দোলের উৎসবে। অসুস্থতা কাটিয়ে ফিরে এসেই জনতার মাঝে রং হাতে দেখা গিয়েছে তাঁকে।

বিধাননগরের প্রার্থী ও মন্ত্রী সুজিত বসু ‘শ্রীভূমি’তে সপরিবার শামিল হয়েছিলেন দোলের আসরে। আবার বিধাননগরেই একটি ব্যাঙ্কোয়েটে বিজেপির বসন্ত উৎসবে রীতিমতো গায়কের ভূমিকায় দেখা গিয়েছে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে।সদ্য বিজেপিতে আশা প্রখ্যাত অভিনেতা তথে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে দেখা গিয়েছে ছোটদের সাথে বসন্ত উৎসব উজ্জাপন করতে। কসবায় শতরুপ ঘোষের সঙ্গে বসন্ত উৎসবে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ পালোধিরা। শতরুপ বলেন, ‘‘দোলে যেমন সব রং আছে, ভোটের পরেও যেন সকলে এ ভাবেই মিলে-মিশে থাকতে পারি।’ অন্যদিকে ঐশী ঘোষ, দীপ্সিতা ধরের মত ইয়ং কমরেডদের প্রচারেও ছিল রঙের ছোঁয়া।তবে, এই বসন্ত উৎসবে সবথেকে বেশী নজর কেড়েছে তৃণমূলের মদন মিত্র ও বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী, পায়েলদের ক্ষেত্রে। রাজনীতিকে একপাশে সরিয়ে রেখে গঙ্গাবঙ্গে এবং গঙ্গার তীরে নানা জায়গায় বসন্ত উৎসবে একসঙ্গে শামিল হয়েছিলেন তাঁরা, এমনকি আয়োজনে কোনও রাজনৈতিক মঞ্চ ছিল না। সকলেরই বক্তব্য, রাজনীতির রং বিচার না করে তাঁরা সামাজিক উৎসবে মিলিত হয়েছিলেন।