কলকাতা ব্যুরো : মঙ্গলবার সকালে দুর্গাপুর এসডিও অফিসের সামনে জমায়েত করেন বিজেপির তপশিলি মোর্চার নেতা কর্মীরা। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এসডিও অফিসের সামনেই একের পর এক নেতা মস্তক মুণ্ডন করান। তাঁদের কথায়, “এই সরকারের দেহ থাকলেও প্রাণ নেই। প্রাণের মৃত্যু ঘটেছে, শ্রদ্ধানুষ্ঠান করছি, সেই কারণে মস্তক মুণ্ডন করছি আমরা।” তাঁদের অভিযোগ, ৩৪ বছর বাম সরকার তপশিলিদের জন্য কিছু করেনি।
চাকরি, শিক্ষা কোনওক্ষেত্রেই তাঁদের কোনওরকম উন্নয়ন করেনি। তৃণমূল সরকারও কিছু করেনি। তাঁরই প্রতিবাদে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা আরও জানিয়েছে, পশ্চিম বর্ধমান জেলাজুড়ে দুশোর বেশি বিজেপি কর্মী এদিন নেড়া হয়েছেন। উল্লেখ্য, এর আগে মাথা ন্যাড়া করে যজ্ঞ করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, তৃণমূলে থেকে পাপ করেছেন, তাঁর প্রায়শ্চিত্য করলেন।