কলকাতা ব্যুরো : অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেট পেশের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভাষণে প্রধানমন্ত্রী স্বচ্ছ বাজেট পেশের জন্য প্রথমেই অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন এই বাজেট কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে। এদিনের বাজেটের প্রাণকেন্দ্র হল কৃষক ও গ্রামবাসীরা। তাঁদের জন্য এই বাজেটে একাধিক বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করাই ছিল মূল লক্ষ্য। নির্মলা সে কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গেই সম্পন্ন করেছেন। এই বাজেটে দেশের আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে। বিশ্বের কাছে ভারতকে আরও একবার বিশ্বাসযোগ্য করে তুলবে এই বাজেট। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে এবারের বাজেট।
প্রধানমন্ত্রী দাবি করেন, এই বাজেটে কৃষকদের নিশ্চিতভাবেই আয় বাড়াবে। কারণ কৃষকদের আয় বাড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ব্যাংক থেকে কৃষকরা আগের তুলনায় অনেক বেশি ঋণ পাবেন। কিষাণ মান্ডিগুলি সংগঠিত করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী দাবি করেন, উত্তর-পূর্বের জন্য পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই কেন্দ্র উন্নয়নের পথে হাঁটবে।তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের উপকূলবর্তী রাজ্যগুলির ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও কেরল।
রাজনৈতিক মহল মনে করছে, পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে। সে কারণেই অর্থমন্ত্রী এই রাজ্যের জন্য উপুড় হস্ত হয়েছেন। একটি উল্লেখযোগ্য বাজেট পেশ করার জন্য তিনি শুধু অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নয়, মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অর্থমন্ত্রকের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।