এক নজরে

India China Face Off: ফের মুখোমুখি ভারত-চিন

By admin

October 08, 2021

কলকাতা ব্যুরো: ফের উত্তপ্ত ইন্দো-চিন সীমান্ত। গত সপ্তাহে চিনের পিপল’স লিবারেশন আর্মি-এর ২০০ জন সেনাকে অরুণাচল প্রদেশ সীমান্তে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ দিয়ে ভারতে প্রবেশ করে। এতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ফের সংঘর্ষ বাধে চিনের পিএলএ বাহিনীর। এলএসি-এর তাওয়াং সেক্টরে ইয়াংসে-এর কাছে প্রতিদিনের টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

তিব্বতের মধ্যে দিয়ে ভারতে ঢুকে বাঙ্কারগুলি নষ্ট করার চেষ্টা করছিল পিএলএ-এর সেনারা। আর সেই সময় ভারতীয় সেনাবাহিনী ২০০ জন পিএলএ সেনাকে বাধা দেয়। শেষমেশ দু’দেশের স্থানীয় কম্যান্ডারদের মধ্যে সমঝোতায় এর সমাধান হয়। তারা পিছু হঠতে রাজি হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। তবে ভারতীয় সেনাবাহিনীর কোনও ক্ষতি হয়নি।

সূত্রের খবর, ভারত-চিন সীমান্তরেখা ঠিকঠাক চিহ্নিত করা হয়নি। আর সেজন্য এলএসি নিয়ে দু’দেশের মধ্যে ধারনা দু’রকম। সূত্রের খবর, এই অঞ্চলে বিভিন্ন রকমের ধারণা রয়েছে। তাও দু’দেশের মধ্যে বর্তমান চুক্তি ও প্রোটোকল মেনে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে। দু’পক্ষই এলএসি-র দু’রকম মত অনুযায়ী নিয়মিত টহল দিতে থাকে। যখনই দু’দেশের টহলরত রক্ষী একে অপরের মুখোমুখি হয়, তখন পরিস্থিতি অনুযায়ী প্রোটকল, চুক্তি মেনে ব্যবস্থা নেওয়া হয়।

পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বিগত ১৬ মাস ধরে একটানা ভারত আর চিন সীমান্ত সমস্যা চলছে। বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে ১২ বার দু’দেশের সামরিক আধিরকারিকদের মধ্যে বৈঠক হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে ১৩ তম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।