এক নজরে

Weather Updates: সরস্বতী পুজোয় পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ

By admin

February 04, 2022

কলকাতা ব্যুরো: মাঘের অকাল বর্ষণে শুক্রবার সকাল থেকে ভিজছে কলকাতা-সহ গোটা রাজ্য। একধাক্কায় ফের ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো বাতাস। মোট ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর। এদিন থেকেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস বলছে, পিছু হটতে পারে শীত। ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু’এক জায়গায় ভারী বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ে দিয়েছেন, শনিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

পাশাপাশি উত্তরবঙ্গে ওপরের ৫ জেলায় শনিবার বৃষ্টি চলবে। নীচের তিন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ৬ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার দিনের বাকি সময়ে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপমাত্রা যেটুকু বেড়েছিল, শনিবার থেকেই আকাশ পরিষ্কার হবে। আর আবার কমবে তাপমাত্রার পারদ। আগামী ৩ দিনে থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা। এমনিতেই শুক্রবারের বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রার পারদ নেমেছে।

এদিকে বৃষ্টির মাঝেই বজ্রাঘাতে বিপত্তি। বীরভূমের সাঁইথিয়ায় প্রাণ গেলো এক ব্যক্তির। নিহত স্বাধীন কুমার রায়, বীরভূমের সাঁইথিয়া থানার গোড়োলা গ্রামের বাসিন্দা। বছর ঊনপঞ্চাশের ওই ব্যক্তি শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়ন্ত বিত্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন স্বাধীনদা। সে সময় হঠাৎই বাড়ির উঠোনে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে বাড়িতেই লুটিয়ে পড়েন। বজ্রাঘাতে স্বাধীন কুমার রায়ের বুকের বেশিরভাগ অংশই পুড়ে যায়। তাঁকে তড়িঘড়ি সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা স্বাধীনবাবুকে মৃত বলে জানান।

উল্লেখ্য দক্ষিণের একাধিক জেলায় শুক্রবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। রাজ্যের ১৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। দুর্ভোগ বাড়ে সরস্বতী পুজোর বাজার, পুজোর প্রস্তুতিতে। এদিকে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ফের চড়তে থাকে তাপমাত্রার পারদও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।