এক নজরে

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মৃত্যুমুখী বাঘের পাশে বসে জল খাওয়াচ্ছেন যুবক

By admin

May 30, 2021

কলকাতা ব্যুরো: ঘূর্ণিঝড় যশের আঘাতে আর একইসঙ্গে নদীর প্রবল জলোচ্ছাসে এবার ঘায়েল হয় মৃত্যুর মুখে পড়ল একটি রয়েল বেঙ্গল টাইগার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় টাইগার রিজার্ভ এর অধীনে হরিণডাঙ্গা জঙ্গলে, বনদপ্তর এর হরিখালি ক্যাম্পে। শনিবার থেকে অসুস্থ ঘুরে বেড়াচ্ছিল ওই ক্যাম্পের আশপাশে বাঘটি।

বনদপ্তর এর কর্মীরা তখন থেকে নজর রাখতে শুরু করেন। তার পরেই তারা অসুস্থ বাঘটিকে সুস্থ করতে খাবার দেন। কিন্তু বাঘটি এতটাই অসুস্থ খাবারও খেতে পারেনি। পরে সেটিকে জঙ্গল থেকে কোন ভাবে তুলে আনা হয় ওই ক্যাম্পে। সেখানেই চলে শুশ্রূষা। রবিবার সকালে সেখানে বনদপ্তর কর্মীরাই সেই বাঘের মুখে একটু একটু করে জল দিতে থাকেন। একটা সময় পরে বাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সজনেখালি ক্যাম্পে। কিন্তু তখনই মারা যায় বাঘটি।

বনদপ্তর এর কর্মীরা যে মানবিকতার সঙ্গে ওই বাঘটিকে অকুতোভয় হয়ে জল খাওয়াচ্ছেন সেই এক টুকরো ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়। বনদপ্তর কর্মীদের এই অসম সাহস ও মমত্ববোধের প্রশংসা করেন ভার্চুয়াল দুনিয়ায় লোকজন। যদিও বন দপ্তরের কর্তারা বলছেন, জঙ্গলে কাজ করতে করতে বন কর্মী বা অফিসার সবাই জানেন যে, বাঘ, কুমির, হরিণ, এমনকি বুনো শুয়োরও তারা যদি জখম হয় বা বিপদে পড়ে, তাদের রক্ষা করাই বনদপ্তর কর্মীদের কাজ। ফলে তারা সেই কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেছেন। যদিও বাঘটিকে বাঁচাতে না পারায় সকলেই হতাশ।