এক নজরে

অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটের সামনে এসে পৌঁছল ট্রাক

By admin

July 28, 2022

কলকাতা ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালিয়ে বুধবার রাতে টাকার পাহাড় উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার হদিস মিলেছে। আর সেই টাকা যত গোনা হচ্ছে ততই বাড়ছে বলে খবর। বিপুল পরিমাণ সেই টাকা নিয়ে যেতে বেলঘরিয়ার রথতলার ওই অভিজাত আবাসনে ইতিমধ্যে আনা হয় ট্রাক। উদ্ধার হওয়া নগদ অর্থ ওই ট্রাকে থাকা ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হবে বলে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।

বুধবার রাতে অর্পিতার বেলঘরিয়ার আবাসনে আসে ট্রাকটি। ইডি সূত্রে খবর, ট্রাকটির ভিতর ২০টি ট্রাঙ্ক রয়েছে। সেই ট্রাঙ্কগুলিতে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা বোঝাই করা হচ্ছে। ট্রাক আসার কিছু পড়ে অর্পিতার ফ্ল্যাটে স্টেট ব্যাঙ্ক অব ই়ন্ডিয়ার আরও দু’জন কর্মী আসেন। ইডির দাবি, অর্পিতার বাড়িতে আরও নগদ অর্থ রয়েছে। তা গোনার জন্য আরও দু’জন ব্যাঙ্ককর্মীকে ডেকে আনা হয়।

সন্ধ্যা থেকে চারটি নোট গোনার যন্ত্র দিয়ে চলে টাকা গোনা। ইডি সূত্রে খবর, প্রথম রাউন্ডে ১৫ কোটি টাকা গোনা সম্ভব হয়। তার কিছু ক্ষণের মধ্যেই আরও ৫ কোটি টাকা গোনা হয় বলে খবর পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছে প্রচুর সোনার বাট। যার বাজারমূল্য অন্তত দু’কোটি টাকা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। উদ্ধার হয়েছে রৌপ্যমুদ্রাও। বেশ কিছু দলিল ও ডিভিডি ক্যাসেট পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।