কলকাতা ব্যুরো: বাংলায় প্রথম দফার ভোটে ইভিএম মেশিন ও মার-দাঙ্গা নিয়ে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে, সেই সময়েই অসমেও হলো প্রথম দফার ভোট। গতকাল সেখানে ভোট ছিল ৪৭টি কেন্দ্রে। অসমে প্রথম দফার ভোটে মানুষের দীর্ঘ লাইন বলে দিচ্ছে অনেক কথাই। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মতে মানুষের এই দীর্ঘ লাইন – এটা একটা শুভ লক্ষন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির মুখেও একই কথা। করোনার বাজারেও কিন্তু ভোটের হার উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেশী। ২৭শে মার্চ সন্ধ্যা ৬ট পর্যন্ত আশা তথ্য বলছে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

তবে এবারে ভোট আক্ষরিকভাবে সত্যিই একটু অন্যরকম। লাইনে ধাক্কাধাক্কি নয়, সাদা গোলের উপর দাঁড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখেই একপ্রকার সুষ্ঠুভাবেই শেষ হল অসমের প্রথম দফার ভোট। বুথে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং, মুখে পরিয়ে দেওয়া মুখোশ, ঢোকার আগে-পরে হাতে ছিটিয়ে দেওয়া স্যানিটাইজ়ার বাধ্যতামূলক। বুথের ভিতরে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সকলের গায়েই পিপিই কিট। করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতেই এই সাবধানতা।

প্রথম দিনই ছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অসম গণ পরিষদের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, রাইজর দলের মাথা অখিল গগৈ, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ, স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী, জলসম্পদমন্ত্রী কেশব মহন্ত, শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ, পূর্ত প্রতিমন্ত্রী যোগেন মহন, পঞ্চায়েতমন্ত্রী নবকুমার দোলে, বস্ত্রমন্ত্রী রঞ্জিৎ দত্ত, প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ, রকিবুল হুসেনদের ভাগ্য নির্ধারণের দিন।

উজানির ভোটের অর্থই হল চা শ্রমিকদের ভোটের একটা বিরাট অংশ। বর্তমান বিজেপি সরকার চা শ্রমিকদের জন্য একাধিক প্রকল্প শুরু করলেও, তাদের দৈনিক মজুরী ১৯৩ টাকা থেকে ৩৫১ টাকা করার প্রতিশ্রুতি রাখতে পারেনি সর্বানন্দ-এর সরকার। অন্যদিকে বিরোধী দল হিসাবে কংগ্রেস দাবি করেছে যে ভোটে জিতে ক্ষমতায় এলে ৬ ঘন্টার মধ্যে শ্রমিকদের দৈনিক মজুরী ৩৬৫ টাকা করে দেওয়া হবে। তাই গত বিধানসভা ও লোকসভা ভোটে বিজেপিকে অগ্রাধিকার দেওয়া শ্রমিকদের ভোটব্যাঙ্ক এবার কোনদিকে যায় সেটাই এখন দেখার। তবে এই সরকার ধরে রাখা ও সরকারে ফেরার লড়াইয়ে বিজেপি ও কংগ্রেসের মাঝে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে তুন আঞ্চলিক দল গড়ে লড়তে নামা অসম জাতীয় পরিষদ ও রাইজর দল।

Share.
Leave A Reply

Exit mobile version