মনোজ শর্মা

কলকাতা ব্যুরো: আসানসোলে বরাবনি ব্লকের দোমোহানী গ্রাম পঞ্চায়েতের চরণপুর হাটতলায় কয়েক দিনের বৃষ্টিতে স্থানীয় কালী মন্দিরে ধস নামায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় l বৃহস্পতিবার গভীর রাতে বিকট শব্দে ওই এলাকায় ধস নামায় কালী মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় l খবর পেয়ে ই, সি, এলের নিরাপত্তা বাহিনী ও সিআইএসএফ ঘটনা স্থলে ছুটে আসে এবং ধস কবলিত এলাকা ভরাট করা হয় l স্থানীয় মানুষের অভিযোগ কোম্পানির আমলে এইখান থেকে কয়লা তোলা হলেও মাটি ভরাট না করে এই বিপত্তি l


আসানসোল, রানীগঞ্জ, জামুড়িয়ার বহু এলাকায় এমনভাবে মাটির তলায় ফাঁপা অবস্থায় রয়েছে। সেইসব জায়গা থেকে কয়লা তোলার পরেও তা সঠিকভাবে ভরাট করা হয়নি। হলে মাঝেমাঝেই সেসব জায়গায় ধ্বস নামে। কোনদিন এমনভাবে কোন ফাঁপা জায়গায় উপর থেকে চাপ পড়লে ধ্বসে গিয়ে বড় রকমের ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় নাগরিকরা।

Share.
Leave A Reply

Exit mobile version