কলকাতা ব্যুরো: আফগানিস্তানের সরকারি বিভাগের আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ দিল তালিবানরা ৷ একটি বিবৃতি জারি করে জঙ্গি সংগঠন তালিবানের তরফে বলা হয়েছে, ‘‘সরকারি কর্মচারীদের ক্ষমা করা হয়েছে এবং তাঁরা নিজেদের কাজে ফিরতে পারবেন ৷’’

প্রসঙ্গত, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগে থেকেই সব সরকারি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ আর তালিবানরা কাবুলে ঢুকতে পুরোপুরিভাবে সবরকম সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যায় ৷

অন্যদিকে, মঙ্গলবার দিল্লি শিখ গুরদ্বার ম্যানেজমেন্টের প্রধান মনজিন্দর সিং সিরসা একটি বিবৃতি দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, তিনি এবং ভারতীয় শিখ সম্প্রদায়ের সদস্যরা লাগাতার কাবুলের গুরদ্বার কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ সেখানে সকল সংখ্যালঘু যার মধ্যে শিখ এবং হিন্দুরা রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ৷

তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন, আমি লাগাতার কাবুল এবং সানগাত গুরুদ্বার কমিটির সভাপতিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ৷ তাঁরা আমাকে জানিয়েছেন, ৩২০ জনেরও বেশি সংখ্য়ালঘু মানুষ, যাঁদের মধ্যে ৫০ জন হিন্দু এবং ২৭০ জনের বেশি শিখ ধর্মাবলম্বীদের উদ্ধার করে গজনি এবং জালালাবাদ থেকে কাবুলের কারতে পারওয়ান গুরুদ্বারে নিয়ে আসা হয়েছে ৷’’

তালিবানি জঙ্গি নেতারা তাঁদের সঙ্গে দেখা করেছে বলেও জানিয়েছেন দিল্লির শিখ গুরদ্বার ম্যানেজমেন্টের প্রধান মনজিন্দর সিং সিরসা ৷ সেখানে তালিবানিদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, শিখ এবং হিন্দুরা সেখানে নিরাপদে থাকবে ৷ তিনি বলেন, ‘‘আমরা আশা করছি হিন্দু এবং শিখরা সেখানে নিরাপদে এবং সুরক্ষিত জীবনযাপন করতে পারবেন ৷ যতক্ষণ না আফগানিস্তানে রাজনৈতিক এবং সেনার পরিবর্তন হচ্ছে ৷’’

প্রসঙ্গত, আফগানিস্তানের আকাশসীমায় যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর, গতকাল রাতে ভারতীয় বায়ুসেনার সি-17 যুদ্ধবিমান কাবুলে পাঠানো হয় ৷ সেখান থেকে দ্বিতীয় দফায় ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন-সহ অন্যান্য সকল কূটনীতিক, সাংবাদিক এবং অন্যান্য সরকারি আধিকারিক, যাঁরা পরিকাঠামো সহ অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানকে ভারতের হয়ে সাহায্য করছিলেন, তাঁদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷ আজ দুপুরে গুজরাতের জামনগরে বায়ুসেনার বিমানঘাঁটিতে তাঁদের নিয়ে নিরাপদে অবতরণ করে সি-17 ৷ আজ বিকেলে সবাইকে দিল্লি নিয়ে আসা হয়েছে ৷ সব মিলিয়ে মোট ১৫০ জনকে দ্বিতীয় দফায় ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷

অন্যদিকে, বিদেশমন্ত্রকের তরফে আফগানিস্তানে একটি বিশেষ সেট আপ তৈরি করা হয়েছে ৷ যেখানে সাহায্যের জন্য এবং অন্যান্য আবেদনের জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে ৷ হেল্প লাইন নম্বরটি হল – +919717785379. একটি ই-মেল আইডি খোলা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে ৷ ই-মেল আইডি হল – MEAHelpdeskIndia@gmail.com . বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ৷ আফগানিস্তানে অবস্থিত সকল ভারতীয়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে ৷

Share.
Leave A Reply

Exit mobile version